 
		
	ফরিদগঞ্জ-রায়পুর সড়কের আয়শা ফিলিং স্টেশনের সামনে সোমবার সকাল সাড়ে ৮ সড়ক দূর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (১২) নামের এক শিশু প্রাণ কেঁড়ে নিলো একটি ঘাতক ট্রাক। ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। 
নিহতের জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রাামে মৃত মোক্তার হোসেনের মেয়ে। হতদরিদ্র হওয়ায় দুই মেয়ে ১ ছেলেকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা কেয়োয়া গ্রামে বাবার বাড়িতে থাকতো।
তার মা পারুল বেগম জানায়, আমার অসুস্থ বোনকে দেখতে আমার সাথে ডায়াবেটিস হাসপাতালে এসেছিলো। মোবাইলে ফোনে টাকা লোড দিয়ে রাস্তা পার হওয়ার সময়, ঘাতক ট্রাকটির র্দর্ঘটনার শিকার হয়।
ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, দূর্ঘটনার খবর পেয়ে গাড়িটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।