মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ঘোষবাড়িতে আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থার উঠান বৈঠক তাৎক্ষনিকভাবে পরিদর্শন করেছেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব হাওলাদার মো. রকিবুল বারী রোববার করোনাকালে শিশু ও নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধের উঠান বৈঠক তাৎক্ষনিকভাবে পরিদর্শন করেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ঘোষবাড়িতে এই উঠান বৈঠক করছিল আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থার স্থানীয় নারী ও কিশোর-কিশোরীগণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা আড়াইটার দিকে তিনি ওই উঠান বৈঠকে আসেন। স্থানীয় নারীগণ ঢাকা হতে আগত অতিথির কাছে কারোনাকালের শিশু ও নারীদের বিভিন্ন পরিস্থিতি তুলে ধরেন। যুগ্ম সচিব হাওলাদার মো. রকিবুল বারী স্থানীয় নারী, শিশু ও কিশোর-কিশোরীদের সতর্কতার সাথে জীবনধারণের পরামর্শ দেন।
উঠান বৈঠক তাৎক্ষনিকভাবে পরিদর্শকালে যুগ্ম সচিব হাওলাদার মোঃ রকিবুল বারীর সাথে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা মহিলা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, আকাশ শ্রাবণ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাহিদা ইয়াসমিন নুপুর, ইউপি মহিলা মেম্বার রীনা রানী, ব্রহ্মগাতী কিশোর কিশোরী ক্লাবের সদস্য প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।