মুন্সীগঞ্জে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এবার উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। আনন্দ উদ্দিপনায় জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজংয়ে বিভিন্ন মন্দির ও পুজা মন্ডপগুলোয় ছুটে যাচ্ছেন সনাতন ধর্মালম্বিরা দেবী দর্শণে। শান্তিপূর্নভাবে শেষ হলো নবমী। আজ বিজয়া দশমী। এরপর দেবী বিসর্জনের পালা।
সিরাজদিখান উপজেলার ফুরশাইল, তালতলা, মালখানগর ও ফেগুনাসার মন্দির, শ্রীনগর উপজেলার বীরতারা বেলতলী মন্দির, লৌহজং উপজেলার নওপাড়া ও বৌলতলি মন্দির গুলোয় দেখাগেছে উৎসবের আমেজ। সেই সাথে দেবী বিসর্জনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।