ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান আশুগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন।শনিবার রাতে প্রথমে তিনি আশুগঞ্জ লোকনাথ সেবা সংঘের আয়োজনে স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্র মাঠের মন্ডব পরিদর্শন করে পুজা কমিটির খোজ-খবর নেন এবং পুজায় কোন সমস্যা হচ্ছে কি না জানতে চান। আশুগঞ্জ লোকনাথ সেবা সংঘের আয়োজনে স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্র মাঠের মন্ডব পরিদর্শন শেষে তিনি উপজেলার লাপলপুরে শ্রী সুহাস দাস চৌধুরীর বাড়ির পুজা মন্ডব পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি বলেন,বাংলাদেশ একটি সামপ্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে ধর্মী উগ্রবাদের কোন স্থান নেই।তাই হিন্দু-মুসলমান সবাই একেঅপরের সাথে আস্থা রেখে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে এইদেশে কোন সমস্যা নেই।আর কেউ যদি সমস্যা তৈরী করতে চেষ্টা করে তাহলে সবাই মিলে আমরা প্রতিহত করব।এসময় তার আরো উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা হিনদু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদেও সভাপতি শ্রী সুহাস দাস চৌধুরী,আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জান রঞ্জন,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মাষ্ঠার,সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।