এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার বিএনপির তিন দিনের কর্মসূচি পালন হয়েছে।
বিএনপির দলীয় সুত্রে জানাগেছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি সাবেক এমপির এম নুরুল ইসলাম দাদু ভাই মৃত্যুতে কর্মসুচীর অংশ হিসাবে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ২১ আক্টোবর মরদেহে শ্রদ্ধা ,দলীয় কার্যলয় জাতীয়, দলীয়, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শুক্রবার বাদ আসর উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল খয়ের খান, যুগ্ম-আহবায়ক অসিত কুমার সাহা, পৌর বিএনপির আহ্বায়ক শাকিল আহম্মেদ দিদু, বিএনপিনেতা শেখ মোজাফফার হোসেন, শহিদুল ইসলাম, কাশেম সানা, শেখ রফিকুল ইসলাম, মহিদুল ইসলাম,কামরুজ্জামান টুকু, তরিকুল ইসলাম, মুনসুর আলী মীর, মনিরুল ইসলাম মনি,শহর আলী শেখ, শহিদুল মোল্লা, এস এম গোলাম কাদের,লাভলূ গাজী, নুর মহাম্মদ শেখ, হাফিজুর রহমান সানা,সাহেব আলী সরদার, সমর সরদার, বাপ্পি কাজী, যুবদলনেতা,আঃ রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, দেলোয়ার হোসেন, রমজান গাজী, হযরত আলী,ছাত্রদলনেতা রবিউল ইসলাম মনা, গাজী তরিকুল ইসলাম, জি এম রুমন, মাসুদুর রহমান, অনিশ রায়, মুজাহিদুল ইসলাম, ইমরান হোসেন, আরিফ গাজী, ইয়াসিন শেখ প্রমুখ।