ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী অস্বচ্ছল, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠু মালিথা।
বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ৬টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজার মহাষষ্টীতে এ পোশাক সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠু মালিথার নিজ অর্থায়নে ১৫০টি পরিবারের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান মালিথা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মানোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।