সরকারি বিধি নিষেধ অমান্য করেই সরাইলের পল্লী এলাকা অরূয়াইলে চলছে ইলিশ মাছ শিকার ও বিক্রয়। আর মৎস্য অফিসের লোকজন ব্যস্ত সরাইল সদরের বাজার পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার কাজে। তারা বুঝাতে চাচ্ছেন এ সময়ে ইলিশ বিক্রয় রোধে তারা কাজ করছেন। সূত্র জানায়, দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারি সিদ্ধান্ত হচ্ছে ১৪ অক্টোবর হতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সমগ্র বাংলাদেশের নদ নদী সহ সর্বত্র ইলিশ শিকার ও বিক্রয় করা নিষেধ। সরজমিনে দেখা যায়, সরাইলের পানিশ্বর, রাজাপুর ও কাকরিয়া এলাকায় মেঘনা নদীতে দিনে রাতে ইলিশ শিকার করছে স্থানীয় কিছু জেলে। এসব ইলিশ অরূয়াইল বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। পল্লী এলাকা হওয়ায় সেখানে স্থানীয় মৎস্য অফিসের তদারকি বা পরিদর্শন খুবই কম। মাছ বাজার ও পুলিশ ফাঁড়ি একই সীমানায় অবস্থান করছে। অথচ সরাইল মৎস্য অফিস নিয়মিত বাজার পরিদর্শন করছেন বুঝাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। গত দুইদিন ধরে ছবিটি ঘুরছে। ছবিটি সরাইল সদরের সকাল বাজারের। ছবিতে ক্রেতা বিক্রেতার চেয়ে মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ট মো. আশিকুর রহমানকে গুরূত্ব দেয়া হয়েছে বেশী। অরূয়াইল বাজারের ব্যবসায়ি সাংবাদিক ও সমাজ কর্মী মো. মনসুর মিয়া বলেন, অরূয়াইল বাজারে গত এক সপ্তাহ ধরে মেঘনা নদী থেকে ধরে এনে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করছেন স্থানীয় কিছু জেলে। এখন পর্যন্ত মৎস্য অফিসের কোন তদারকি চোখে পড়েনি। এ বিষয়ে আমি স্থানীয় পুলিশের সাথে মুঠোফোনে কথা বলেছি। ওঁরা বলেছেন ব্যবস্থা নিবেন। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মকসুদ হোসেন বলেন, অরূয়াইল বাজারের বিষয়টি আমাদের জানা নেই। ইউপি উপনির্বাচন। ইউএনও স্যারের বদলি। সব মিলিয়ে এসিল্যান্ড স্যার খুবই ব্যস্ত আছেন। আমরা দ্রতই এসিল্যান্ড স্যারকে নিয়ে অরূয়াইলে অভিযান করব।