উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রী শ্রী শারদীয়া দূর্গোৎসবের আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বড় বাজার সার্ব্বজনীন কালীবাড়ী পূজা মন্ডবে ফিতা কেটে দূর্গাৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা।
কালীগঞ্জ সার্ব্বজনীন কালীবাড়ী পূজা কমিটির সভাপতি বাবু রবিন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মনির”জ্জামান রিংকু।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খার সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের কালীগঞ্জ শাখার সাধারন সম্পাদক উজ্জল অধিকারী সহ কালীবাড়ী পূজা উদযাপন কমিটির অন্নান্য সদস্যগন।
এবারে কালীগঞ্জ উপজেলাতে মোট ৮৮ টি পূজা মন্ডবে শারদীয়া দূগাৎসব আয়োজন করা হয়েছে। সরকারী বিধিমালা মেনে প্রতিটি পূজা মন্ডবে আইনশৃংখলা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে।