ঝিনাইদহের কালীগঞ্জে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। সভাতে বক্তাগন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের মুল প্রতিপাদ্য বিষয় বাল্য বিয়ে রোধ ও পুষ্টি নিশ্চিতকরনের উপর পরামর্শমূলক দিকনির্দ্দেশনা প্রদান করেন।
স্বর্ণ কিশোরী নেটওয়াক ফাউন্ডেশন কালীগঞ্জ শাখার আয়োজনে সংগঠনের ঝিনাইদহ জেলা লিডার সুমাইয়া সিমুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার এস আই আশিকুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, র্স্বর্ণ কিশোরী সংগঠনের বিভাগীয় চীপ এস আর সোহান ও নুসরাত জাহান প্রমুখ। শেষে অতিথিবৃন্দগন কেক কেটে সংগঠনটির প্রতিষ্টাবার্ষিকীর শুভেচ্ছা জানান।