মমতা মাখা, মায়ার বাঁধন ডা.লিমন পারভেজ। ঝিনাইদহের পাগলাকানায় কোরাপড়া বটতলা নামক স্থানে অবস্থিত রহমা সেন্টার বৃদ্ধা শ্রমের ফ্রি স্বাস্থ্য চিকিৎসার দায়িত্ব নিলেন ডা.লিমন পারভেজ। বৃদ্ধাশ্রম রহমা সেন্টারে ১২ জন মায়ের বসবাস,কে দিবে তাদের সুস্থ চিকিৎসা? এখন থেকে মাসে দুই দিন ফ্রি স্বাস্থ্য চিকিৎসার দায়িত্ব নিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা.লিমন পারভেজ।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ কাঞ্চনপুর এলাকার মুক্তিযুদ্ধা মো:শাহাদৎ হোসেনের ছেলে।তিনি ২০১৫ সালে পাবনা মেডিকেল কলেজ থেকে ডিগ্রী অর্জন করে ২০১৬ সালে ইন্টানির্শিপ শেষ করেন এবং আর্মি মেডিকেল কলেজ যশোর এ ৩ বছর শিক্ষকতা করেন। ২০১৯ সালে ৮ ডিসেম্বর ৩৯ তম বিসিএস এর মাধ্যমে সফলতা অর্জন করে ২০২০ সালে জানুয়ারীতে ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন।তিনি বর্তমানে ঝিনাইদহ বিএম এর গ্রন্থগ্রার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।