ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে জেলগেটের সামনে ডাকবাংলা বাজারের কসমেটিক ব্যবসায়িক টগর মন্ডল নিহত( ২৯)সে নাথকুন্ডু গ্রামের শরিফুল ইসলামের ছেলে। টগর মন্ডল বুধবার রাত দশটার দিকে ঝিনাইদহ তে ডাকবাংলা ফিরছিল।
পথিমধ্যে জেলগেট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে পূর্বাশা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। টগর মন্ডলকে দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে ৩নংসাগান্না ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন তার পরিবারের সমবেদনা জানিয়েছেন।