রংপুরে জলবায়ু সহনশীল ধানের উপর মাঠ পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামে জলবায়ু সহনশীল ধানের উপর মাঠ পর্যায়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সি, রংপুর এর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো: খোরশেদ আলম এবং বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাগঞ্জ এর উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম। কর্মশালায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ এর কৃষি ও পরিবেশ ইউনিটের সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ মামুনুর রশিদ। এতে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মো: মোজাম্মেল হক এবং আরডিআরএস বাংলাদেশ এর ফিল্ড ফ্যসিলিটেটর তাপস কুমার রায় ও কৃষি কর্মকর্তা মো: ফজলুল করিম প্রমূখ। জলবায়ু সহনশীল ও উচ্চফলনশীল ধানের সাথে প্রচলিত জাতের তুলনার মধ্য দিয়ে অধিক ফলনশীল জাত সম্প্রসারণে এবং কৃষকদের উদ্বদ্ধুকরণে এই কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, “এই কর্মশালার মধ্য দিয়ে কৃষকরা জলবায়ু সহনশীল ধান চাষে ও বীজ সংরক্ষনে উদ্বদ্ধু হবে”।