নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ দয়াল বিড়ি সহ আইয়ুব আলী(৩৫)নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাকড়াইল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি পাথারিয়া গ্রামর ইয়াকুব আলীর পুত্র।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাকড়াইল বাজারে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনা (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েল সাংমা। এ সময় একটি রিকশায় এক বস্তা অবৈধ বিডি সহ আইয়ুব আলীকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাজারের পাশেই একটি দোকান থেকে আরো এক বস্তা বিড়ি জব্দ করা হয়। দুই বস্তায় মোট ৩৫২০ প্যাকেট অবৈধ ব্যান্ডোরুল যুক্ত বিড়ি রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় আইয়ুব আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।