ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলার ফাইভ স্টার স্পোর্র্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম বাবুল মুন্সির স্মরণে বৃহস্পতিবার বিকালে ৬টি দল নিয়ে প্রিমিয়ার লীগ শুরু হয়েছে।প্রথমদিন খেলায় অংশ নেয় স্থানীয় যুভেন্টাস এবং টটেনহাম ফুটবল দল।এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাইল মিয়া,যুবলীগ নেতা আরমান মুন্সি,বিশিষ্ট ব্যবসায়ী রনি মুন্সি,যুবলীগ নেতা আরিয়ান সাবের চঞ্চল প্রমুখ।বাবুল মন্সির সম্রণে চরচারতলা প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেন,খেলাধুলা শরীর, মনকে ভাল রাখে এবং মাদক থেকে যুব সমাজকে দুরে রাখে।।বাবুল মুন্সি খেলাধূলার প্রতি একটি আলাদা দৃষ্টি ছিল।তার আগ্রহেই চরচারতলা ফাইভ স্টার ক্লাব প্রতিষ্ঠিত হয়।আজকে প্রিমিয়ার লীগের মাধ্যমে যারা আমার ভাই বাবুলকে স্মরণ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই প্রিমিয়ারলীগ যেন সুষ্ঠু এবং পরিচ্ছন্নভাবে শেষ হয় তার জন্য রেফারীর সিদ্ধান্তকেই চুড়ান্ত হিসাবে সব খেলোয়াড়কে মেনে নেওয়ার আবান জানান।এদিকে প্রথমদিনের খেলা গোলশুন্য ড্র হয়।