কালীগঞ্জ উপজেলা ব্যবসায়ী মালিক সমিতি ও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনে এক রুদ্ধদ্বার বৈঠকে উভয় পক্ষের আলোচনায় বিবাদমান দুইটি কমিটির সকল কার্যক্রম বন্ধ করে নতুন নামে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী মালিক সমিতি নামে আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভূষণ স্কুল রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। আলোচনা সভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মোঃ মনিরুল হক কে আহ্বায়ক ও মোঃ এমদাদুল ইসলাম ইনতা, কাজী সাইফুদ্দিন কেরু ও মোঃ আ: হান্নানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।