সিরাজদিখানে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বি ৩ শ ৩২ জন হত দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাইজিং স্টার সোস্যাল ক্লাবের পক্ষ থেকে এ বিতরণ করা হয়। সংগঠনের কার্যালয় উপজেলার মালখানগর থেকে ২ শ ৫৭ টি শাড়ি, ২৫ টি লুঙ্গি ও ৫০ টি থ্রী পিস দেওয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
সংগঠনের সভাপতি শরিফ হকের সভাপতিত্বে শিক্ষক রিপন কুন্ডুর উপস্থাপনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, এ্যাড. আল আমিন।
এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ দাস, আবদুল কাদির, সুমন সাহা, আওলাদ হোসেন, জুয়েল আহমেদ, আল ইসলাম প্রমুখ।