সারাদেশের ন্যায় বন্দও নগরী আশুগঞ্জে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি পুলিশি নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য নৌধর্মঘট চলছে। কেন্দ্রীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শ্রমিকরা ১৯ তারিখ থেকে ওই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে তিনুদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়েছে শতাধিক সার,সিমেনžধান,গম,তেল ও পণ্যবাহী জাহাজ।বৃহস্পতিবার সরেজমিনে আশুগঞ্জ বন্দরে গিয়ে দেখা যায়, হাজার হাজার নৌযান শ্রমিক অলস সময় পার করছেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘটের কারণে কাজে যোগ দেননি নৌ শ্রমিকরা। ফলে জাহাজ থেকে পণ্য খালাসও সম্ভব হচ্ছে না। তবে যাত্রীবাহী যান চলাচল ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানা গেছে। আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা যায়, সারাদেশে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, পুলিশি নির্যাতন, শ্রমিকের বিরুদ্ধে মামলা বন্ধ, বকেয়াসহ খাদ্যভাতা প্রদান, নৌ পরিবহন অধিদফতরের অব্যবস্থাপনা ও শ্রমিক হয়রানী বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস, প্রভিডেন্ট ফান্ড গঠন, মৃত্যুকালীন ভাতা ১০ লাখ টাকা নির্ধারণসহ মোট ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ১৯ অক্টোবর দিবাগত রাত থেকে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট শুরু হয়। কেন্দ্রীয় নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শ্রমিকরা এই ধর্মঘট শুরু করে। এতে মঙ্গলবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দরে আটকা পড়ে আছে বেশ কয়েকটি সার,মিমেন্ট,গম,জ্বলানীতেল ও পণ্যবাহী জাহাজ। শ্রমিকরা কাজে যোগ না দেয়ার কারণে পণ্য খালাস বন্ধ থাকায় সবকিছু স্থবির হয়ে পড়েছে।বাংলাদেশ লাইটারেজ জাহাজ নৌযান শ্রমিক ইউনিয়নের আশুগঞ্জের সভাপতি জানান, ২০১৮ সাল থেকে বিভিন্ন সময়ে ১১ দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছি। কালক্ষেপণ করলেও নৌযান মালিকরা আমাদের যৌক্তিক দাবিগুলো এখনো মেনে নেননি। যার কারণে আবারো আমরা ধর্মঘট পালন করছি। তবে সাধারণ মানুষের চলাচলের বিষয়টি বিবেচনায় রেখে যাত্রীবাহী যান চলাচল ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে তিনি জানান।তিনি আরো বলেন,আমাদেও ন্যায্যদাবী পুরন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।এদিকে তিন ধওে আশুগঞ্জ বন্দওে পন্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের ব্যবসায়ীলা পন্য খালাস করতে না পারায় বিপাবে পড়েছেন।তাদের লোকসান গুরতে হচ্ছে প্রতিদিন।এদিকে তিন ধওে আশুগঞ্জ বন্দওে পন্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের ব্যবসায়ীলা পন্য খালাস করতে না পারায় বিপাবে পড়েছেন।তাদের লোকসান গুরতে হচ্ছে প্রতিদিন।