ঝালকাঠিতে মুজিববর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি। এতে জেলার চার উপজেলা থেকে দুই শতাধিক শিক্ষক অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল কুদ্দুস, সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলাম, সহসভাপতি আবদুর রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম। মানববন্ধনে বক্তারা মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কাছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেন।