মনিরামপুরের পল্লীতে একটি মাদ্রাসার টেন্ডার বর্হিভূত গাছ কর্র্তনের ৮ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। যে কারণে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ন্যায় বিচারের দাবীতে আরও একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, গোবিন্দপুর-তেঘরী আলিম মাদ্রাসার সরকারীভাবে নতুন ভবন স্থাপনার স্থানে মেহগনি’সহ বিভিন্ন প্রজাতির ৭০ থেকে ৮০টি গাছ ছিল। এর মধ্যে গত বছর ২০ নভেম্ববর ৫৫টি গাছ টেন্ডার আহবান করা হয়। এক লাখ চৌষাট্টি হাজার তিন শত সাইত্রিশ টাকা সর্বোচ্চ দরদাতা হিসেবে গাছগুলি পান মুন্সিখানপুর গ্রামের গোলাম মোস্তফা খান মিঠু। গাছ কর্তন কালে গোলাম মোস্তফা খান মিঠু প্রতিষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলাম ও গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন/নাইট গার্ড রিয়াজুল ইসলাম যোগসাজে বড় ধরনের অতিরিক্ত আরও ৮ থেকে ১০টি কর্তৃন করে।
এ ঘটনা নিয়ে গত বছর ১৭ ডিসেম্ববর ১০ জন এলাকাবাসী বাদী হয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফি’র নিকট একটি অভিযোগ দাখিল করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষয়টি তদন্ত করতে উপজেলা বন কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। চলতি সালের ১০ মার্চ ২৬২(৩) নং স্মারকে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার আহসান উল্লাহ শরিফী প্রতিবেদনের আলোকে রিয়াজুল ইসলাম’সহ অভিযুক্তদের বিরুদ্ধে মাদ্রাসার অধ্যক্ষকে বাদী হয়ে মামলা করতে বলা হয়।
কিন্তু নির্বাহী কর্মকর্তার নির্দেশ ৮ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিয্ক্তুদের বিরুদ্ধে অধ্যক্ষ কোন ব্যবস্থা নেয়নি। যে কারণে একই গ্রামের রোস্তম আলী মোল্লা বুধবার বাদী হয়ে ন্যায় বিচার দাবী করে সদ্য আগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান-এর নিকট পুনরায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।