ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী সাগান্না বাওড়ের ক্যাম্পে বুধবার বাওড় পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনের ফলাফল ঘোষনা পর্যন্ত সেখানে কাতলামারি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য মোতায়ন ছিল।
ভোট গ্রহন সকাল ৯টা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত । ভোট গনণার পর দুপুর ১.৪৫ মিনিটে ফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ওয়ালিউর রহমান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ।নির্বাচনে মোঃ শাহাজুদ্দিন মাছ প্রতিকে ২৬ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। শ্রী মধুসুধন হালদার কলস প্রতিকে ৩২ ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মতলেব উদ্দিন মই প্রতিকে ৩৪ ভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মোহাম্মদ গোলাম সরোয়ার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার।
নির্বাচনের প্রশাসনিক দায়িত্বে¡ ছিলেন সদর উপজেলার ভূমি কমিশনার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন।