রংপুরের পীরগঞ্জে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র রসুলপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ও তার সহযোগী খালেদুল ইসলামের বিরুদ্ধে ভূমিদখল ,ঘুষ-দূর্নীতি, চাঁদাবাজি, ক্ষমতার দাপটে অন্যায়- অত্যাচারসহ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে প্রতিষ্ঠানের জমি বিক্রয় এবং চাকুরীর প্রলোভন দেখিয়ে নিয়োগ বানিজ্যে মেতে ওঠায় অতিষ্ঠ ইউনিয়নবাসীর মধ্যে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- মাসুদার রহমান চৌধুরী, মোস্তাফিজার রহমান, ওয়াদুদ মিয়া, চাঁন্দু মিয়া ও আবেদ আলী। বক্তাগণ বলেন- ওই সভাপতি তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষের জমি দখল, স্থানীয় কুমেদপুর বাজারে আনিছার রহমান নামের এক ব্যক্তির দোকানঘর দখলের চেষ্টার পর, রসুলপুর বাজারের মোস্তাফিজার রহমানের গালামালের দোকানে তালা লাগিয়ে দেয়ার পাশাপাশি ইউনিয়নটির হরিপুর মাদ্রাসার সভাপতি হয়ে কৌশলে মাদ্রাসাটির জমি বিক্রয়সহ অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে অর্থ লুটিয়ে নেয়ার ঘটনা ঘটায়। ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল এই মানববন্ধনের আয়োজন করে। পরে মানববন্ধনে অংশগ্রহণকারী নর-নারীরা ওই রসুলপুর বাজারের প্রধান সড়কে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে।