বয়সের ভারে দীর্ঘ দিন ধরে বিছানায় ৯৫ বছর বয়সী শাহ বানু। ছেলে মেয়ের সহযোগিতায় বিছানায়ই খাওয়া দাওয়া, বিছনায় সারতে হয় প্রাকৃতিক কাজ। তাতে কি হবে ভোটতো দিতেই হবে। ভোট দেওয়ার জন্য বায়না ধরলেন ছেলের কাছে। মায়ের আবদার মেটাতে শেষ পযর্ন্ত কোলে করে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন ছেলে সামসু তালুকদার।
বলছিলাম শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামের মৃত আমজেদ তালুকদারের স্ত্রী শাহ বানুর কথা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শরণখোলা উপজেলার লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন শাহ বানু।
ভোট প্রদান শেষে শাহ বানু বলেন বাবা বয়স হইছে, যেকোন সময় আল্লাহ নিয়া যাবে। আর কখনও ভোট দিতে পারব কিনা জানিনা, তাই ভোট দিতে আসলাম।
শাহ বানুর ছেলে সামসু তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে মা খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করেন। অনেক বোঝানো স্বত্তেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল থাকেন। শেষ পর্যন্ত ভোট দিতে নিয়ে আসছি। ভোট দিয়ে মা খুব খুশি হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি মা যেন আরও কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেন।