যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আবারো এক বন্দি কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দি কিশোর সায়েম হাওলাদার (১৫) পটুয়াখালী জেলার দসমিনা থানার হাদিরচর গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে।
যশোেের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) তৌহিদুল ইসলাম জানান, যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)এর ৫০ নং হাউজের ২য় তলায় সায়েম হাওলাদার থাকে। পটুয়াখালী জিআর নং-১৭৯/২০ মূলে বিজ্ঞ আদালতের আদেশে ২০ সেপ্টেম্বর শিশু উন্নয়ন কেন্দ্র পুলেরহাট (বালক) যশোরে আটক রয়েছে। কিশোর সায়েম হাওলাদার মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ৫০ নম্বর হাউজের ২য় তলায় জানালার গ্রীলের সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় হাউজের ২য় তলায় থাকা অন্যান্য কিশোর অপরাধীরা টের পেয়ে তাকে উদ্ধারপূর্বক কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে অবহিত করলে তারা সায়েম হাওলাদার কে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
প্রসঙ্গত, চলতি মাসে আরো দুই বন্দি কিশোর আত্মহত্যা করেছে।