মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খৃস্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। রাম ও রহিমের রক্তে এদেশের সবুজ প্রান্তর রঞ্জিত হয়েছিল। আজ যদি আমরা অসম্প্রদায়িক বাংলাদেশ তৈরী করতে না পারি তাহলে কেন সেদিন ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল।
মন্ত্রী পিরোজপুরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের আয়োজনে ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহযোগিতায় মঠ মন্দিরের অনুদানের চেক ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলার সকল দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদকের মাঝে তার ব্যক্তিগত তহবিলের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের বরিশাল অঞ্চলের ট্রাষ্ট্রি সুরঞ্জিত দত্ত লিটু, জেলা আওয়ামী লীগের সহ- ভাপতি শাহজাহান খান তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মন্ডল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে মন্ত্রী জেলার বিভিন্ন মঠ-মন্দির সংস্কারের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ৭ লক্ষ ৭৮ হাজার টাকার চেক মন্দির কমিটির হাতে তুলে দেন।