নৌযান শ্রমিকদেও খোরকি,নৌপথে নিরাপত্তা,শ্রমিক নির্যাতন ও চাদাবাজি বন্ধনহ ১১দফা দাবী আদায়ের লক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে নৌযান ধর্মঘট সোমবার সন্ধ্যা ৬টা থেকে অনিদিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে।নৌযান ধর্মঘট থাকায় আশুগঞ্জ বন্দরে অর্ধশতাধিক পন্যবাহী কার্গোজাহাজ আটকা পড়েছে আশুগঞ্জ বন্দরে।নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করায় কার্গোজাহাজ থেকে সবধরনের পন্য লোডআনলোড বন্ধ রয়েছে।এতে জাহাজ মালিকরা বিপাকে পড়েছেন।
বাংলাদেশ কার্গোভেসেল নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বাহার মাষ্ঠার জানান,সরকার,২০১৯ সালে তৎকালীন শ্রম প্রতিমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে মালিক এবং শ্রমিক পক্ষের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী নৌযান শ্রমিকদের খোরাকি,নৌপথে নিরাপত্তাসহ ১১দফা দাবী মেনে নেয় নৌযান মালিকরা। এদাবী পুরন না হওয়ায় শ্রকিদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে ।এজন্য শ্রমিকদের ধর্মঘট পালন ছাড়া আর কোন উপায় নাই।দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। নৌযান শ্রমিকরা সোমবার সন্ধ্যা থেকে ১১দফা দাবী আাদায়ের লক্ষে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। তিনি বলেন,নৌযান শ্রমিকদের ন্যয্য দাবী আদায় যতদিন নিশ্চিত না হবে ততদিন ধর্মঘট চলবে।।পুর্বাঞ্চলীয় কার্গোজাহাজ মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য বলেন সুমন আহমেদ বলেন, নৌযান শ্রমিকদের ১১দফা দাবী আদায়ের লক্ষে নৌযান শ্রমিকদের ধর্মঘট করছে যা সম্পুর্ন অযৌক্তিক ।নৌযান শ্রমিকদের অযৌক্তিক তাদের দাবী মেনে নেওয়া সম্ভব নয়।অযৌক্তক ধর্মঘটের কারণে নৌযান মালিকরা পন্যবাহী নৌযান নিয়ে বিপাকে পড়েছেন। দ্রুত এই নৌযান ধর্মঘট প্রত্যাহরের আহবান জানান নৌযান মালিক পক্ষ।