কচুয়া উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নায়নে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত সেমিপাকা বসতঘর, শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাইসাইকেল বিতরন অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যেগে অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহম্মদ,কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকীব অহিদুল ইসলাম, রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা বেগম, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন,ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হেসেন সহ উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগন ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগন ও শিক্ষার্থীদের মাঝে ৫টি সেমিপাকা বসতঘর, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও বাইসাইকেল বিতরন করেন।