শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের জবরদখলকৃত জমি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা (৬০) ও আরমান (৪৫) নামে দুই বন প্রহরী আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সন্ধাকুড়া ফরেস্ট বিট এলাকায় এ ঘটনা ঘটে।
শেরপুরের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, গত প্রায় এক মাস পুর্বে সন্ধ্যাকুড়া গ্রামের মৃত বাধা গাজীর ছেলে গোলাম মোস্তফা বন বিভাগের জমির উপর ঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় বন বিভাগের পক্ষ থেকে গোলাম মোস্তফাকে ঘর উত্তোলনে নিষেধ করা হয়। এতে ঘরের খুঁটিগুলো সরিয়ে নেয়ার জন্য বলা হয়। কিন্তু গোলাম মোস্তফা বনের জমিতে পুঁতে রাখা ঘরের খুঁটি সরিয়ে নেননি। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রানতোষ চন্দ্র রায়ের নেতৃত্বে বন কর্মচারীরা গোলাম মোস্তফার পুঁতে রাখা খুঁটিগুলো গুড়িয়ে দেয়। এ ঘটনার পর সকাল ৮ টার দিকে বন প্রহরী মোস্তফা ও আরমান পার্শ্ববর্তী হলদি গ্রাম চৌরাস্তা বাজার থেকে বাজার করে সন্ধ্যাকুড়া বিট অফিসে ফেরার সময় গোলাম মোস্তফা ও তার লোকজন ওই দুই বন প্রহরীর মোটরসাইকেলসহ অপহরণ করে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এ সময় গোলাম মোস্তফার লোকজন ওই দুই বন প্রহরীকে ঘরের ভিতরে নিয়ে হাত পা বেঁধে বেধরক মারপিট করে। এতে ওই দুই বন প্রহরী গুরুতরভাবে আহত হয়। তাদের কাছ থেকে টাকা পয়সা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে অন্যান্য বন প্রহরীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়ায় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে কর্মকর্তারা জানান। সন্ধ্যাকুড়া ফরেস্ট বিট এলাকার প্রায় ৬শ একর জমি জবর দখলকারীদের হাতে বেদখল হয়ে আছে।
শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রানতোষ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।