২০ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। নির্বাচন সুষ্টু করতে প্রসাশন সকল প্রস্তু সম্পন্ন করেছেন। উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠতি হবে বলে সাধারন ভোটারদের মত। দলীয় প্রতিকে নৌকা ও ধানের শীষে নির্বাচন করছেন দুইজন প্রার্থী। উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। গত ১৭ জুলাই গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। এ পদে আজ ২০অক্টোবর নির্বাচন। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু নৌকা ও উপজেলা বিএনপি আহ্বায়ক ডাঃ আবদুল মজিদ ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৭৯টি কেন্দ্রে ২লাখ, ১৯হাজার ৭১৬জন ভোটার। নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, এ নির্বাচনে নৌকার পক্ষে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আন্তরিক ভাবে কাজ করছে। অপরদিকে বিএনপি ও ছাত্রদলের সাবেক ও বর্তমান কিছুনেতা-কর্মীরা নির্বাচনী কাজ করছে। আ.লীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু জানান, নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থী ডাঃ আবদুল মজিদ বলেন, আমরা কৌশলে নির্বাচনী কাজ করছি। ভোটাররা ভোট প্রদানের সুযোগ পেলে ধানের শীষ জয় লাভ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্বাচন অবাধ, সুষ্টু করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েচ্ছে।