মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী করতে সকল প্রকার পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। তার অনুপ্রেরনায় ক্রীড়াঙ্গন এখন আগের চেয়ে অনেক সমৃদ্ধ ও বিদেশের মাটিতেও ব্যাপক সাফল্য বয়ে আনছে।
মন্ত্রী বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা ক্রীড়্ সংস্থা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষ আন্ত:ইউনিয়ন ফুটবল ট ূর্নামেন্টের” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় নাজিরপুর সদর ও শেখ মাটিয়া ইউনিয়ন অংশগ্রহণ করে।