দৈনিক কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের সাংবাদিক নয়ন খন্দকারের মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারস্থ সোনার বাংলা ফাউন্ডেশনের নীচ থেকে চোরেরা বাজাজ এক্সসিডি ১২৫ সিসি (ঝিনাইদহ হ ১৩-১০০১) মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক নয়ন খন্দকার বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ টুটুর শিকদার (৩০) নামের এক যুবককে আটক করেছে। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নলকোলা গ্রামের মুকুল হোসেনের ছেলে।
সাংবাদিক নয়ন খন্দকার জানান, শনিবার সকালে কালীগঞ্জ শহরের একটি রাস্তার নিউজ সংগ্রহ করার জন্য তিনি বাড়ি থেকে বের হন। নিউজ ও ছবি সংগ্রহ করে কালীগঞ্জের সোনার বাংলা ফাউন্ডেশনের অফিসে বসে সংবাদ তৈরি কাজ করেন। সন্ধ্যার সময় তিনি অফিসের সামনে গোলযোগের শব্দ শুনে বের হতে গিয়ে দেখেন মোটর সাইকেলটি নেই। এ সময় অপর একটি সাইকেল চুরি করার সময় স্থানীয় জনগন টুটুর শিকদার নামের ওই যুবকক উত্তম মধ্যম দেয়।
ধৃত চোর টুটুল শিকদার কে জ্ঞিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার সাথে থাকা রবিউল নামের অপর একজন সাংবাদিক নয়ন খন্দকারের মোটর সাইকেলটি নিয়ে গেছে। পরে পুলিশ টুটুল শিকদারকে আটক করে করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, সাংবাদিক নয়ন খন্দকারের মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। যে মোটর সাইকেলটি নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তার নাম্বার ট্রাকিংয়ে দেয়া হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছে।