ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উদযাপিত হয়েছে। রোববার সন্ধায় ৯ নং বারবাজার আওয়ামী লীগের উদ্যোগে বারবাজার দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী ইদু, সোহানুর রহমান সোহান, ইমদাদুল হক ইনতা ও জাহাঙ্গীর রহমান। ইউপি সদস্য বৃন্দ, আওয়ামী লীগ নেতা সাহারুল ইসলাম, জোহর আলী, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সচ্ছোসবেকলীগ ও কৃষকলীগ,ছাত্রলীগ সহ অত্র সংগঠনরে নেতাকর্মীগন। শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোওয়া সহ জন্মদিনের কেক কাঁটার মধ্যদিয়ে সমাপ্তি করা হয়।