বছর ঘুরে আবার এসেছে বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দূর্গোৎসব। পিরোজপুরে শারদিয় দূর্গা পূজার প্রস্তিতি চলছে পুরোদমে। পূজামন্ডপ পরির্দণ ও সনাতন ধর্মালম্বীদের সাথে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, মৌলিক মূল্যবোধকে জাগ্রত করতে পারলেই অপশক্তিকে পরাজিত করা সম্ভব। মন্ত্রী আজ সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা পূর্ববর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মা দূর্গার আগামনকে ঘিরে ঘরে ঘরে দূর্গাপূজার উল্লাসে মেতে উঠছে হিন্দু সম্প্রদায়। করোনার কারণে খর কুটা দিয়ে দূর্গা প্রতিমা তৈরির কাজ পালদের অনেকটাই বিলম্ভ হলেও ঢাক আতশবাজি, রঙিন আলোয় পিরোজপুরের প্রতিটি মন্দিরের দেব-দেবী ও প্রতিমাকে সাজানো হচ্ছে বিভিন্ন কারুকার্যে। দুর্গোৎসব যতই ঘনিয়ে আসছে আয়োজক আর পাল কারিগরগন দেব-দেবী ও প্রতিমার রং তুলিতে ব্যস্ত সময় পার করছেন। পূজা উদযাপনের সভায় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, পিরোজপুর জেলায় ৫শত ৩৩টি পূজামন্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় পূজা ২২ অক্টোবার পূজা শুরু হবে এবং ২৬ অক্টোবার বিজয়ার ষষ্টী পূজার মধ্য দিয়ে শারদিয় পূজার প্রতিমা বিষর্জনের সব ধরণের প্রস্তিতি নেয়া হয়েছে।