শেরপুরের নকলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও গ্রামের রাজিব মিয়ার দুই বছরের শিশু ছেলে আকাইদ হাসান পানিতে ডুবে মারা গেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়ীর পেছনের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজন।
বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ।
পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার ছলে সবার অজান্তে শিশুটি বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় তা কেউ বুঝতে পারেনি। অন্য আরেক শিশু ওই শিশুটির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।