যশোর সদর উপজেলা উপ নির্বাচনের নৌকা প্রতীকের নির্বাচনী সমাবেশ রোববার বিকালে শহরের বুকলতলায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব শ্রমিক লীগের যশোর জেলা শাখা আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।
জেলা যুবশ্রমিক লীগের আহ্বায়ক কেএম কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ সিকদার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজুর রহমান মিন্টু, গোলাম মোর্তজা, সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে নৌকার পক্ষে প্রচার মিছিল বের হয়।