করোনা ভাইরাস (কোভিড- ১৯), বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বার্তা প্রদান/প্রচার ও মাইকিং প্রচারণা।
গত ১৩ অক্টোবর ২০২০ সকাল হতে শুরু করে ২৩ অক্টোবর ২০২০ পর্যন্ত অর্থাৎ আগামী দশদিন পর্যন্ত "ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচি ও নেটওয়ার্কের আওতায় পার্টনার" এনজিও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা-র উদ্যোগে করোনা ভাইরাস (কোভিট-১৯) মোকাবেলা সচেতনতা তৈরি, বাল্যবিয়ে এবং নারী ও শিশুর প্রতি যে কোন ধরনের নির্যাতন প্রতিরোধ পুরুষ ও কিশোরদের অংশগ্রহণের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীর সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং প্রচারণা করা হচ্ছে এবং একই বিষয়ে গত ১৩ অক্টোবর ২০২০ হতে ১২ নভেম্বর ২০২০ পর্যন্ত একমাস ব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্ক এধষধীু ঈধনষব ঘবঃড়িৎশ ও ঞগ ঈধনষব ঘবঃড়িৎশ দুটি স্থানীয় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে ফরিদপুর জেলার সদর উপজেলার সমস্ত ইউনিয়ন পর্যায় টিভি নেটওয়ার্কের মাধ্যমে বার্তা প্রদান/প্রচার এবং মাইকিং প্রচারণা করা হচ্ছে।