মোল্লাহাটে মোবাইলে বার বার প্রস্তাব করে কোন সাড়া না পাওয়ায় ঘরে ঢুকে নবম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী কার্তিক ঢালী নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কামারগ্রামে গত ১৪ অক্টোবর (বুধবার) সন্ধা ৬টার দিকে ন্যাক্কার জনক ওই ঘটনা ঘটে। কার্তিক ঢালী (২৮) কামারগ্রামের বিশ্বনাথ ঢালীর ছেলে। ওই ঘটনায় ভিকটিম শিক্ষার্থী নিজে মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও ভিকটিম সুত্রে প্রকাশ-কার্তিক নামের ওই যুবক বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই মেধাবী শিক্ষার্থী (রোল নং ০১)’কে তাদের বাড়ির মোবাইলে কল করে আজে-বাজে কথা/প্রস্তাব করে। পরবর্তিতে ওই যুবকের কল রিসিভ করা থেকে বিরত থাকেন ওই পরিবারের সকলে।
ঘটনার দিন ওই যুবক ০১৭২৬৭৬০৪২৯ নম্বর হতে অন্তত সাতবার কল করলেও কেউ রিসিভ করে নাই। ওইদিন সন্ধায় ঘরের ভেতর চৌকিতে বসে পড়ছিলেন ওই শিক্ষার্থী। ওই সময় খোলা দরজা দিয়ে অনধিকারে ও নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে তাকে হেনস্থা করে কার্তিক। তখন শিক্ষার্থীর ডাক-চিৎকারে পাশের রান্না ঘর থেকে তার মা ছুটে আসায় দৌড়ে পালায় ওই যুবক। এরপর লোকলজ্জায় পরিবারের পক্ষ থেকে চুপ থাকতে চায়। তখন ভিকটিম তার পরিবারের সকলকে জানায়, যদি এর বিচার না হয় তাহলে সে নিজেকে শেষ করে ফেলবে। পরক্ষণে/ওই রাতেই তার অভিভাকরা কার্তিকের বাড়িতে গিয়ে তার বাবা-মার কাছে বিচার দাবী করেন। কার্তিকের কোন বিচার ব্যাবস্থা না হওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তারা।
কার্তিকের পিতা বিশ্বনাথ ঢালী বলেন-তার ছেলে কার্তিকের বয়স মাত্র (১৭/১৮) এবং ওই মেয়ের কাছে যায় নাই।
মোল্লাহাট থানা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র বলেন- অভিযোগ পেয়েছেন এবং এসআই ঠাকুর দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। ঠাকুর দাস বিষয়টি আজ (রোববার ) জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।