লক্ষ্মীপুরে রায়পুরে নীজের ঘরে খেলা করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে নুসরাত আক্তার (৮) নামের বাক প্রতিবন্ধি শিশুর মর্মান্তিক মৃত্যূ হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে শিশুটির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানান,নিহত নুসরাত একই এলাকার কভার ভ্যান চালক আবদুর রহিমের মেয়ে। এ ঘটনায় শিশুর পিতা আবদুর রহিম থানায় ইউডি মামলা করেছেন।
নিহত শিশুর দাদা আবদুস সামাদ জানান, নুসরাতের মা প্রায় ৫ বছর আগে পরকিয়ার কারণে স্বামীর ঘর ছেড়ে অন্য ছেলের সাথে চলে যান। পরে আবদুর রহিম দ্বিতীয় বিয়ে করে চট্রগ্রামে বসবাস করেন। প্রতিবন্ধধি মেয়েটি আমাদের কাছেই থাকতো। ঘটনার সময় বাজারে ও তার দাদি রান্না ঘরে ব্যস্ত থাকায় নীজের কক্ষে ওড়না দিয়ে খেলা করতে গিয়ে খাটের মধ্যে গলায় ফাঁস লেগে মৃত্যূ হয়। পরে পুলিশ এসে শিশুর মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, বাক প্রতিবন্ধি শিশুটি গলায় ফাঁস লেগে মৃত্যূ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। শিশুটির পিতা এ ঘটনায় থানায় ইউডি মামলা করেছেন।