শারদীয় দুর্গাপূঁজা উৎসব আর কয়েকদিন পরে এ উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে পুঁজা উদ্যাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতলাল থানা সুত্রে জানা যায়,এ বছর উপজেলার ৩৮টি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গাপূঁজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূঁজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার থাকবে কিন্তু থাকছেনা সাধারণ আনছার ভিডিপির নিরাপত্তা কর্মি। বৈশ্বিক মহামারীতে এবছর স্বাস্থ্য বিধিসহ ২৬ নির্দেশনা মেনে প্রতিটি পূঁজা মন্ডপ পরিচালনা কমিটির প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটি। এ উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে পূঁজা উদযাপন করতে ক্ষেতলাল উপজেলা পূঁজা উদযাপন কমিটির সকল প্রস্তুতি সম্পন্ন।
১৮ অক্টোবর রোববার বেলা ১১টায় উপজেলার বিআরডিবি হল রুমে নির্বাহী কর্মকর্তা এএফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, ক্ষেতলাল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু রায়হান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাকামাম মাহমুদা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. গৌতম নন্দী, উপজেলা পুঁজা উদ্যাপন কমিটির সভাপতি স্বপন রায়,আরো উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক হাসান আলী, আজিজুল হক প্রমুখ।