জামালগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের চলছে চুলছেড়া বিশ্লেষণ। এবারের উপনির্বাচনে সাবেক তিন উপজেলা চেয়ারম্যানের তিন সন্তান প্রার্থী হয়ে ভোটের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। জামালগঞ্জ উপজেলায় পিতার উত্তরাধিকার হতে চান সদ্য প্রয়াত উপাজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার ছেলে মাসুম মাহমুদ তালুকদার সাবেক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মনুসর লাল মিয়ার ছেলে ফয়জুল আলম মোহন। তারা পিতার মতো জামালগঞ্জ উপজেলা বাসীর সেবা করার জন্য ভোটারদের ভোট চাইছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল আল আজাদ (নৌকা) বলেন, আমার বাবা সারাজীবন মানুষের পাশে ছিলেন। সাধারণ মানুষের ভালোবাসায় তিনি বার বার নির্বাচিত হয়েছেন। বাবার দেখানো পথে হাঠতে চাই। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ কছে। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
সতন্ত্র প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার (আনারস) বলেন, আমার প্রয়াত বাবা সামছুল আলম তালুকদার ঝুনু মিয়াও ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমার ছোট ভাই সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদও জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। আমি বিএনপি পরিবারের সন্তান হলেও এ নির্বাচনে আমি জনগণের মনোনীত প্রার্থী। আমার মরহুম পিতা জামালগঞ্জের মানুষের কাছে প্রিয়পাত্র ছিলেন তাই তারা আমার পিতাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি জামালগঞ্জের মানুষের আপনজন হিসেবে আমি জনগণের মনোনীত প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি জনগণ ভোটের সুষ্টু প্রয়োগ করতে পারলে জামালগঞ্জের মানুষের ভোটে আমি নির্বাচিত হবো।
স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন (ঘোড়া) বলেন, আমার পিতা প্রয়াত আবুল মনুসর লাল মিয়া ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমি জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আশা করি এবার জামালগঞ্জের মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন।