কচুয়ায় জাতীয় স্যানিটেশন মাস -২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তর কচুয়ার আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে কোষ্টাল কনসোর্টিয়াম (কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, জেজেএস, রূপান্তর এবং ওয়াটার এইড) এর পুষ্টি উন্নয়নে অংশগ্রহনমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর সহযোগিতায় প্রধান অতিথির হাত ধোয়ার অনুশীলনের মধ্য দিয়ে দিবসটি পালিত ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম তানিম শুভ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান, জেজেএস এর ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শরিফুর রহমান, মাসুদ খান, ঠাকুরপদ ঢালী, রূপান্তর’র উপজেলা মবিলাইজার নাসরিন সুলতানা মৌ প্রমুখ জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তর’র উপ-প্রকৌশী মো. আলী হোসেন হাত ধোয়ার গুরুত্ব ও কিভাবে হাত ধুতে হয় সে বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উপজেলা সমন্বয়কারী মাহফুজা আক্তার মনি বলেন, ক্রেইন প্রকল্পের জেজেএস পার্টে কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৮০টি করে ৫৬০টি পরিবারের মাঝে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ২০লিটার’র বালতি ঢাকনাসহ, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ২টি করে মিনি সাবান প্রদান করা হয় এবং ৫৬০টি পরিবারকে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে কাউন্সিলিং করা হয়। এছাড়াও উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে ১টি করে বালতি, সাবন, ডিটারজেন্ট পাউডার প্রদান করা হয়।
সবশেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবেলার জন্য হাত ধোয়ার কোন বিকল্প নাই। যথাযথ ভাবে হাত ধুলে রোগব্যাধী কম হয় এবং আমি আশা করি আপনার হাত ধোয়ার সঠিক চর্চা করবেন।