কচুয়া সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের নতুন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের সংগে কলেজের সকল শিক্ষক কর্মচারীদের প্রথম মতবিনিময় সভা গতকাল সকাল সাড়ে ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। নবাগত (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন সহকারি অধ্যাপক আশুতোষ কুমার হালদার, সহকারি অধ্যাপক মিলন মিস্ত্রী, প্রভাষক সুযশ কান্তি মন্ডল,প্রভাষক অঞ্জন দাস, প্রভাষক মোঃ ইকবাল হোসেন, প্রভাষক অনুপ কুমার পাল,প্রভাষক কৃষ্ণ ধাম, পভাষক গৌতম কুমার মন্ডল প্রভাষক মোঃ হান্নান নকীব প্রভাষক বনী আমীন ঝুকু সহ কলেজের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ