পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ২নম্বর নদমুলা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামে শনিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হল ইসরাফিল হাওলাদার(৪) ও তার চাচাতে ভাই আইউব হাওলাদার(৪)।
নিহতদের চাচাতো বোন যুথী জানায়, সে পুকুর পাড়ে গেলে প্রথমে বুদবুদ দেখতে পায়। এরপর একজনকে বিষয়টি দেখতে বলে। এ সময় ইসরাফিলের মাথা জেগে ওঠে। পরে আইউব হাওলাদারকে পুকর থেকে উদ্ধার হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমাম হোসেন জানান, দুপুর ১২ টার দিকে ঐ শিশু দুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
এবিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরাফিল হাওলাদার এর বাবা প্রবাসে থাকেন আর আইউব হাওলাদার এর বাবা ঢাকায় একটি ব্যাংকে চাকুরী করেন। সকালে ইসরাফিল হাওলাদার ও তার চাচাতে ভাই আইউব হাওলাদার তাদের প্রতিবেশীর বাড়ীর উঠানে খেলছিল। সবার অলক্ষে তারা খেলার একপর্যায়ে ঐ উঠানের সাথে থাকা পুকরে পড়ে যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।