১৭ অক্টোবর শনিবার কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ হল রুমে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সদর ইউপির চেয়ারম্যান মোঃ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদ্দর্ঈ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা নুরে তাসমিন, রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রাজু সরকার ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু প্রমূখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।