রংপুরে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের অস্ত্রবহন নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
গত ১৫ অক্টোবর রংপুর জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আগামী ২০ অক্টোবর রংপুর জেলার সদর উপজেলার সদ্যপুস্করনী, হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন এবং পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের পূর্ববর্তী ৩ দিন, ভোটগ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরবর্তী ৩ দিন অর্থাৎ ১৭ অক্টোবর পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্রসহ নির্বাচনী এলাকায় চলাচল না করতে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসক।