আগামী ২০ অক্টোবর খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ উপনির্বাচন (চেয়ারম্যান পদে) সামনে রেখে আ.লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা ব্যস্ত সময় পার করছে। জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড নেতা-কর্মীদের ব্যাপক মূল্যায়ন করছে সিনিয়র নেতারা। অধিক রাত পর্যন্ত জেলা থেকে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আ.লীগ, যুব মহিলা আ.লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের আগমণ ঘটছে পাইকগাছায়। ফলে পৌর সদর সহ ১০ ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করে চলেছে নৌকা প্রতিকের পক্ষে। যার কারণে অনেকটা নড়েচড়ে বসেছে করোনা কালীন রাজনৈতিক স্থিতি অবস্থার। বিভিন্ন ইউনিয়নের দলীয় চেয়ারম্যান ও মেম্বরদেরও কদর বেড়েছে দলের নেতাদের কাছে। সব মিলিয়ে আ.লীগের নেতা-কর্মীদের মাঝে চলছে এক নির্বাচনী উৎসবমুখর পরিবেশ। দুপুর দুইটা থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে মাইকিং। অপরদিকে বিএনপির পক্ষথেকে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে ধীর গতিতে। বিএনপির মধ্যে তেমন একটা নির্বাচনী উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে না। ৮ অক্টোবর রাত ১২ টা থেকে নির্বাচনী সকল প্রচার-প্রচারণা বন্ধ হবে সে কারণে ব্যাস্ত সময় পার করছে দু’দলের নেতা-কর্মীরা। সাথে সাথে ব্যাস্ত সময় পার করছে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। নির্বাচনকে সুষ্ঠ ও অবাধ, নিরোপেক্ষ এবং উৎসব মূখর পরিবেশ তৈরি করতে দফায় দফায় চলছে মিটিং। রির্টানিং ও পোলিং এজেন্টদের চলছে ট্রেনিং, আইনশৃঙ্খলা বাহীনিতে চলছে বিভিন্ন ধরণে পরামর্শ ও নির্দশনা। আ.লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু নির্বাচন সম্পর্কে বলেন, নৌকা মার্কার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় নৌকা প্রতিক ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাক্তার আঃ মজিদ বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ট হয় তাহলে ধানের শীষ প্রতিক বিজয়ী হবে আশাবাদ ব্যাক্ত করেন।