খুলনার পাইকগাছায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লস্কর ইউপি ৬নং বিট পুলিশিং কার্যালয়ের সামনে চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সার্কেল এএসপি মোঃ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন, ইউনিয়ন অওয়ামীলীগের সদস্য সচিব বিভুতি ভুষন সানা, বিট কর্মকর্তা সঞ্জিত কুমার বিশ্বাস, এএসআই নাজির মোল্লা, রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জিএম তাজউদ্দীন আহম্মেদ, ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান, হারুন জমাদ্দার, রফিকুল ইসলাম, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দু কুমার মন্ডল, আছাবুর রহমান, রমেছা বেগম, মেরিনা সুলতানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশ শেষে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় র্যালী অনুষ্ঠিত হয়। অনুরূপ আজ সকালে উপজেলার ২নং কপিলমুনি বিট পুলিশিং কার্যলয়ে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ এজাজ শফীর সভাপতিত্বে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, বিশেষ অতিথি, পুলিশ সুপার এসএম শফিউল্ল্যাহ, উপজলা নির্বাহী কর্মকতা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরাফাতুল ইসলাম প্রমুখ।