দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে শনিবার উপজেলার পৌর এলাকাসহ সাত ইউনিয়নে এক যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও ফুলবাড়ী পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাল, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান রিয়াদ, শাহরিয়ার আফিস দিনার, সাব্বির হোসেন, মো. শাহরিয়ার প্রমুখ।