দেশব্যাপী ধর্ষণসহ সকল নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকালে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শহর থেকে গ্রামের সর্বত্রই সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, পুলিশ সুপার মোহ. আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চলের সভাপতি হারুনুর রশিদ প্রমূখ।