জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দরিদ্র রিকশাচালকের ৯বৎসর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ধর্ষক আরিফ মিয়া (১৯) কে আটক করেছে পুলিশ। আটককৃত আরিফ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) গ্রামের মৃত মেছের আলীর বখাটে ছেলে। সে ধর্ষিতার শিশুর দুঃসম্পর্কে চাচা বলে জানা গেছে।
ধর্ষিতা শিশুর বাবা অভিযোগ করেন, বগারপাড় পুকুরপাড় এলাকার রেলওয়ে জমিতে তারা বসবাস করে আসছেন। গত মঙ্গলবার সকালে তিনি রিকশা চালাতে বাইরে যান। তার স্ত্রী বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যায়। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশি দুঃশ্চরিত্র আরিফ ঘরে ঢুকে জোরপূর্বক তার শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাড়ি আসলে মেয়েকে কাঁদতে দেখে সন্দেহ হয়। পরে মেয়েটি তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায়।
এব্যাপারে সরিষাবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ধর্ষিতা শিশুর বাবার থানায় অভিযোগ করেন। এরপর রাত সাড়ে ৭টার দিকে ধর্ষককে তার নিজবাড়ি থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন শনিবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও ধর্ষককে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে।