নোয়াখালীর বেগমগঞ্জে পৈচাশিক নির্যাতন ও ধর্ষণ, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা স্থানীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টার মানববন্ধন কর্মসূচীতিতে বক্তৃতা করেন, ওয়ার্কার্স পার্টি পিরোজপুর জেলা শাখার সভাপতি খান মো. রুস্তুম আলী, ভাণ্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার বক্তারা দেশব্যাপী ধর্ষণ,নিপিরণ এবং নির্মম হত্যাকান্ডের বিচারের দাবী জানান।